Featured

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের কারণে আইপিএলে যত দিনের এনওসি পাবেন সাকিব-লিটনরা?

ছবি – অনলাইন


ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের কারণে আইপিএলে যত দিনের এনওসি পাবেন সাকিব-লিটনরা?

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের কারণে আইপিএলে যত দিনের এনওসি পাবেন সাকিব-লিটনরা?
২০২৩ সালে আবারও কলকাতার জার্সিতেই দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকে। অষ্টমবারের মতো এই দলে খেলার অপেক্ষায় সাকিব।






এক আসর পর বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় ফিরলেও বাঁহাতি অলরাউন্ডারের তেমন উচ্ছ্বাস নেই। ঢাকা টেস্টের পর সংবাদ সম্মেলনে আইপিএল ও কলকাতা নিয়ে প্রশ্ন উঠতেই যেমন বললেন, ‘একই রকম… নতুন কিছু না।’

সাকিবের জন্য এই রোমাঞ্চ, উচ্ছ্বাস পুরোনো হলেও প্রথমবারের মতো সুযোগ পাওয়া লিটন দাসের একেবারেই তরতাজা। সাকিবের আগে লিটনকে কলকাতা দলে ভেড়ায়। তার উচ্ছ্বাস বেশি থাকার কথা। কিন্তু সাকিবের মতো লিটনও লুকিয়ে রাখলেন আবেগ, ‘ওরকম কোনও কিছু না (অনুভূতি)… এখনও দেরি আছে, অনেক দূর (আইপিএলের)। আগে যাই, তার পর অনুভূতি হবে।’

তবে এই উচ্ছ্বাস আকাশ ছোঁয়ার মতো না থাকারও কারণ থাকতে পারে। খোঁজ নিয়ে জানা গেলো, আইপিএলের পুরোটা সময় থাকতে পারবেন না বাংলাদেশের এই দুই তারকা। ২০২৩ সালে আইপিএল চলবে মধ্য মার্চ থেকে মে পর্যন্ত। প্রাথমিক সূচি অনুযায়ী, মোট ৬৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৭৪টি। বাংলাদেশের ক্রিকেটাররা শুরুর দিকে এবং শেষ দিকে থাকতে পারবেন না। মাঝে ২৪ দিনের জন্য তারা পাবেন অনাপত্তিপত্র (এনওসি)।

বিসিবি থেকে আয়োজকদের জানানো হয়েছে, বাংলাদেশর ক্রিকেটারদের পাওয়া যাবে স্বল্প সময়ের জন্য। কারণ জাতীয় দলের ওই সময়ে খেলা থাকবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইংল্যান্ড আসবে তিনটা ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। মার্চে আয়ারল্যান্ড আসবে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে। ফিরতি সফরে এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে। বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ইমেইলে জানানো হয়েছে, ‘আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবে।’

মূলত আয়ারল্যান্ড সিরিজের জন্যই সাকিব, লিটনকে আইপিএলের পুরোটা সময় পাওয়া যাবে না। মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ব্যাপারটা আবার ভিন্ন। দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের পেসারকে রিটেইন করেছে। তার টেস্টে খেলার সম্ভাবনা একেবারেই নেই। ফলে সাকিব-লিটনের চেয়ে কিছুটা সময় তাকে বেশি পাওয়া যাবে।

লিটন ও সাকিবকে এবার ভিত্তিমূল্যে পেয়েছে কলকাতা। লিটনকে ৫০ লাখ রুপিতে এবং সাকিবকে দেড় কোটি রুপিতে দলে পায় আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। কলকাতার হয়ে সাকিবের পারফরম্যান্স বেশি উজ্জ্বল। ৫৭ ম্যাচে তার উইকেট ৪৮টি। রান করেছেন ৫৯০, ফিফটি দুইটি।

লিটনকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ দল

জ্বরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। তাঁকে ছাড়াই আজ দুপুরে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল। সুস্থ হলে দলের সঙ্গে যোগ দেবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সেটা হতে পারে আগামীকাল।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, ‘লিটনের জ্বর। তবে সেটা খুব গুরুতর কিছু নয়। সব টেস্টের রেজাল্ট ভালোই এসেছে। সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবে।’

এদিকে আজ দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে দলীয় লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’

<a href="http:////pl20442615.highcpmrevenuegate.com/fff52d4d2335e44abef50830af5d912a/invoke.js <div id="container-fff52d4d2335e44abef50830af5d912a">

http://<script async=”async” data-cfasync=”false” src=”//pl20442615.highcpmrevenuegate.com/fff52d4d2335e44abef50830af5d912a/invoke.js”></script>
<div id=”container-fff52d4d2335e44abef50830af5d912a”></div>

বছরটা ওয়ানডে বিশ্বকাপের। অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো খেলা যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশও ব্যতিক্রম নয়।

তাসকিন আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন, সবাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি।’

https://www.facebook.com/tigersports.tiger

সাবেক গোলরক্ষক অসুস্থ মহসিনকে প্রতি মাসে ৫০ হাজার টাকা দিবেন কাজী সালাউদ্দিন

ছবি অনলাইন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মোহাম্মদ মহসীন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। জাতীয় দলের এক সময়কার সতীর্থ মহসিনের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সূত্র: ঢাকাপোস্ট।

মঙ্গলবার (৬ জুন) তিনি মহসিনের হাতে এক লাখ টাকা তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। সেইসঙ্গে প্রতি মাসের প্রথম সপ্তাহে মহসিনকে ৫০ হাজার টাকা দেয়ার ঘোঘণা দিয়েছেন তিনি।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘ব্যক্তিগতভাবে মহসিনকে আমি সহায়তা করছি। মহসিনের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রত্যাশা করছি দ্রুতই সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।’

আর্থিক সীমাবদ্ধতা ও ফিফা, এএফসির নির্দেশনা থাকায় বাফুফের পক্ষ থেকে মহসিনকে সাহায্য করা সম্ভবপর নয়।

গণমাধ্যমে সোমবার (৫ জুন) মহসিনের দুরবস্থার বিষয়টি প্রকাশ হয়। এরপর ক্রীড়াঙ্গন ছাড়াও নানা অঙ্গনের মানুষ মহসিনের পাশে দাঁড়াতে চেয়েছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যে মহসিনের ব্যাপারে বিসিবি সিইওকে নির্দেশনা দিয়েছেন সুদূর লন্ডন থেকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন।

১৯৮২ সালে ঢাকা মোহামেডানের হয়ে আবাহনীর কাজী সালাউদ্দিনের পেনাল্টি ঠেকিয়ে মহসিন ফুটবলাঙ্গনে পরিচিতি পান। এরপর টানা এক যুগ ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে খেলেছেন। আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা দলে অধিনায়কত্ব করেছেন। জাতীয় দলে খেলেছেন ১৯৮২-৯২ পর্যন্ত। ফুটবলে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। সম্পাদনায়: নয়ন

#বাফুফে

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন মাশরাফি

ফাইল ছবি: যুব ও ক্রীড়া সম্পাদক

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। গতকাল সোমবার ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

Design a site like this with WordPress.com
শুরু করুন